বারুইপুর-দমদমের পর এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ব্যাপক বিক্ষোভ বন্দিদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জেলে পৌঁছেছেন জেলার পদস্থ পুলিশ আধিকারিকরাও। বিক্ষোভ সামাল দিতে নিয়ে যাওয়া হয়েছে জল কামানও। সূত্রের খবর, করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার আশঙ্কায় প্যারোলের দাবিতে এই বিক্ষোভ।
উল্লেখ্য, এর আগে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর এবং উত্তর ২৪ পরগণার দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দানা বেঁধেছিলি। দমদমের ঘটনায় মৃত্যু পর্যন্ত ঘটেছিল।





























































































































