প্রশাসনের নজরে হাওড়া-কলকাতা-পূর্ব মেদিনীপুর, পর্যাপ্ত সংখ্যায় কারোনা বেড হাসপাতালে: মুখ্যসচিব

0
1

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে নজরে হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। শুক্রবারে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে আক্রান্তের প্রায় 90% হাওড়া এবং কলকাতার বাসিন্দা। শনিবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, হাওড়ায় ৫৮০ জনের কোভিড 19-এর পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৬২ জনের রিপোর্টে পজিটিভ পাওয়া গিয়েছে। সুতরাং হাওড়ার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, পূর্ব মেদিনীপুরের দিকেও নজর রয়েছে রাজ্য প্রশাসনের। তবে যেভাবে করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল, তাতে বিয়ে বাড়ি থেকে করোনা সংক্রমণ ছড়ালেও তা গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে লকডাউন মানাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যসচিব বলেন, রাজ্যে কোয়ারেন্টাইন হাসপাতাল এবং করোনার চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে বেডের সংখ্যা পর্যাপ্ত রয়েছে। সুতরাং আতঙ্কের কোনও কারণ নেই।
এই মুহূর্তে রাজ্য জুড়ে ৬৬টি কোভিড হাসপাতালে ৭৯৬৯টি বেড রয়েছে। তাতে ভর্তি রয়েছেন ১৭৮ জন।