করোনা-‘যোদ্ধাদের’ আরও একবার অভিবাদন জানালো গুগল

0
11

করোনার সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে মানুষ এগিয়ে এসেছে একে অপরকে সাহায্য করতে।

আর এই যুদ্ধের সামনের সারিতে আছেন চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন।
এই যোদ্ধাদের এবার কুর্নিশ জানাল গুগল, তার ডুডলের মাধ্যমে। গুগল এঁদেরকে নিয়েই তৈরি করেছে একটি সিরিজ।

গুগল টুইটে লিখেছে, “কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। আমরা তাই যাঁরা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি।” এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাঁদের সম্মান জানাবে।