করোনার জেরে জেরবার সারা বিশ্ব। মূলত ইউরোপ এবং এশিয়ার বহু দেশে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এই অবস্থায় হু জানলো এবার আফ্রিকা মহাদেশে মহামারি পরিস্থিতি তৈরি হতে পারে।
করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে আফ্রিকায়। যার জেরে চিন্তার ভাঁজ পড়েছে রাষ্ট্র সংঘের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, আফ্রিকার প্রায় তিন লাখ মানুষের জীবন সংশয় হতে পারে। তার জেরে হতে পারে অর্থনৈতিক সঙ্কট। তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে যেতেন পারেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ওই মহাদেশে প্রায় ১৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ১ হাজার। এর আগে ইবোলা ভাইরাসের ক্ষত পুরোপুরি সারেনি। এরই মধ্যে করোনার দাপট।আলজেরিয়াতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। মিশর ও মরক্কোতে মৃত্যু হয়েছে ১০০-র বেশি। আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। নাইজেরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪২। মৃত্যু হয়েছে ১৩ জনের।