করোনার থাবা রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের সদর দফতর নবান্নকে সানিটাইজিং-এর মাধ্যমে ধুয়ে মুছে সাফ করা হয়েছে। এবার রাজ্য বিধানসভা জুড়ে চলল স্যানিটাইজেশনের কাজ।
আজ, শুক্রবার সকালে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এনে সম্পূর্ণ বিধানসভা ভবন এবং সংলগ্ন বাগান, চত্বর জীবাণুমুক্ত করা হয়।
বিধানসভার মার্শাল দেবব্রত মুখার্জি, কেয়ারটেকার মুজিবর রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের ঘর, স্পিকার এবং মুখ্য সচেতকের ঘর, কর্মীদের এবং গাড়িচালকদের ঘরে জীবাণুনাশক ছেটানো হয়। বাদ পড়েনি বিরোধী দলগুলোর ঘর, ক্যান্টিন, প্রেস কর্নার, বিধানসভার করিডোর, অধিবেশন হল, বাগানের রাস্তা, লাইব্রেরিও।




























































































































