48 নম্বর ওয়ার্ড পুরো সিল করুন, মমতাকে চিঠি সোমেনের

0
1

একসময়ে তিনি ওই এলাকার বিধায়ক ছিলেন। আজ কলকাতার সেই সাবেক শিয়ালদা কেন্দ্রের 48 নম্বর ওয়ার্ড পুরো সিল করে দিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ সভাপতি। তিনি লিখেছেন, এখানে দুটি মৃত্যু ও বহু অসুস্থতার পর উদ্বেগ বাড়ছে। বিপুল জনবসতির এলাকা। স্টেশনের কাছে। রয়েছে মন্দির, মসজিদ, বাজার; এমনকি নিষিদ্ধপল্লীও। বহু মানুষ বিপদ বুঝতে পারছেন না। এখনই হটস্পট ঘোষণা করে সিল করে দিয়ে বিশেষ স্যানিটাইজিং কর্মসূচি নেওয়া হোক।