রাজ্যে সীমান্ত পেরিয়ে কেউ যেন ঢুকতে না পারে সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নবান্নে সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, সীমান্তে কড়া নজর দিতে হবে। দেখতে হবে কেউ যেন কোনো অবস্থাতেই সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে। এ বিষয়ে তিনি বিশেষ উল্লেখ করেন উত্তর ২৪ পরগনার।
পাশাপাশি, তিনি বলেন উত্তর ২৪ পরগনায় ডেঙ্গিও প্রথমে হয়, করোনায় হয়। এ জেলার দিকে যথেষ্ট নজরদারি চালাতে হবে। তিনি জানান, উত্তর ২৪ পরগনাকে রেড জোন থেকে অরেঞ্জ জোনে আনতে হবে। ১৪ দিনের মধ্যে ওই জেলাকে গ্রিনজোনে পরিণত করতে বলেন মুখ্যমন্ত্রী।
এছাড়া পশ্চিমবঙ্গের সীমান্তবর্তি সব জেলার পুলিশ সুপারদের অত্যন্ত সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।






























































































































