গাড়ি শিল্প তলানিতে, রিভার্স রেপো রেট কমালেই চাঙ্গা হবে অর্থনীতি!

0
2

খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বললেন যে গাড়ি শিল্প বিশাল ক্ষতির মুখে। করোনা আক্রমণের আগেই দেশজুড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। করোনা পরবর্তী সময়ে গাড়ি শিল্পের অবস্থা আরও যে দুর্বিষহ হবে তা গভর্নর শক্তিকান্ত দাসের কথায় পরিষ্কার হয়ে গিয়েছে। এই কারণে তিনি রেপো রেট অপরিবর্তিত রেখেই রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছেন। রিভার্স রেপো রেট ৪ বেসিস পয়েন্ট থেকে তাই কমে হল ৩.৭৫। জিডিপির ৩.২% অর্থের যোগান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের এই আশার পিছনে রয়েছে কৃষি। ভারত কৃষিপ্রধান দেশ। আর এ বছর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে মৌসম ভবন। সেই আশাকে ভিত্তি করেই একদিকে যেমন রিভার্স রেপো রেট কমিয়েছেন ঠিক সেরকমভাবেই আর্থিক বৃদ্ধির স্বপ্ন দেখছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। কিন্তু অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, কোভিড হামলা মে মাসেই শেষ হবে নাকি তা আরও বৃদ্ধি হবে? আর তা যদি হয় তাহলে সমস্যা আরও বাড়বে।