দল বেঁধে বাজার নয়, টহল দেবে সশস্ত্র পুলিশ : মুখ্যমন্ত্রী

0
1

লকডাউন অগ্রাহ্য করে দল বেঁধে বাজারে যাওয়া যাবে না। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশেষ করে যেসব জায়গাগুলি রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বাইরের কাউকে ঢুকতে দেওয়া বা বেরতে দেওয়া হবে না। একই সঙ্গে সেই অঞ্চলে বাজারগুলিতে কড়া নজর দিতে হবে। প্রয়োজনে বাজার বন্ধ করে লোকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রেডজোনের বাজারে সশস্ত্র পুলিশ বাহিনীর টহলদারির কথা বলেন তিনি। “5 জনের বেশি বাজারে যাবেন না”- রাজ্যবাসীর কাছে এই আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে নাম না করে তিনি বলেন, বিরোধীদলের অনেকেই আধাসামরিক বাহিনী নামানোর সুপারিশ করছে। আবার তারাই ত্রাণ দেওয়ার নামে সাংসদদের নিয়ে ভিড় জমাচ্ছে। করোনা পরিস্থিতিতে এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী।