স্বস্তি, টানা ১৪দিন করোনা মুক্ত দেশের সংক্রমণ জেলা নদিয়া

0
1

সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা। গত ১৪ দিনে কোনও করোনাভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া যায়নি এমন ২৭টি জেলার তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া। বৃহস্পতিবার এই তথ্য জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যুগ্মসচিব লব আগরওয়াল এই তথ্য জানিয়েছেন।

এ রাজ্যের ৪ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক। এই চারটি জেলা হল, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা। অন্যদিকে, নয়টি জেলাকে হটস্পট না হলেও সংক্রমণ জেলা হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। তারমধ্যে রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং।

এর মধ্যে খুশির খবর নাদিয়াতে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দেখা গেল, রাজ্যের নয়টি সংক্রমণ জেলার মধ্যে একমাত্র নদিয়া জেলা পাশ করল। গত ১৪ দিনে এই জেলায় একটাও করোনা সংক্রমণ পাওয়া যায়নি।