রাজ্যে চলছে দ্বিতীয় দফার লকডাউন। আর তার মাঝেই আগামী ২০ এপ্রিল থেকে সরকারি সমস্ত দফতরে কাজ শুরু হচ্ছে ।বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।মুখ্যসচিবের নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ শুরু করতে হবে ।
লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী, ট্রেজারি, জেলা প্রশাসনের দফতর, পুলিশ, দমকল, কারা দফতরের মতো অত্যাবশ্যকীয় এবং আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা ছিল। বন্ধ ছিল বাকি সমস্ত সরকারি দফতর। এর ফলে আটকে রয়েছে বহু গুরুত্বপূর্ণ কাজ।
মুখ্যসচিবের নির্দেশিকায় আরও বলা হয়েছে, ডেপুটি সেক্রেটারি এবং তার উচু পদাধিকারিকদের সঙ্গে সহকারি কর্মীরাও কাজে যোগ দেবেন। রাজ্য সরকারের সমস্ত দফতরের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। তবে কাজ শুরু হলেও, মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে নিতে হবে বাড়তি সতর্কতা । বিভাগীয় প্রধানরা কর্মীদের কে কবে আসবেন সেই তালিকা তৈরি করবেন। যদিও মুখ্যসচিবের ওই নির্দেশে সরকারি কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে । কারণ, ওই নির্দেশে কোথাও উল্লেখ করা হয়নি যে, সরকারি কর্মীদের দফতরে পৌঁছানোর জন্য কোনও সরকারি পরিবহণের ব্যবস্থা করা হবে কি না। তবে পরিস্থিতি যাই হোক না কেন, আগামী ২০এপ্রিল থেকে ফের কর্মব্যস্ততা ফিরছে নবান্নে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.