লকডাউন: ফাঁকা মাঠে ‘সুরক্ষিত প্রেম’, হঠাৎ অ্যান্টি ক্লাইম্যাক্স

0
1

“আজ হোক না রঙ ফ্যাকাশে/ তোমার আমার আকাশে”, তবু প্রেম তো থাকবেই। বসন্তকালটা পুরোটাই প্রায় চলে গিয়েছে করোনার কবলে। কিন্তু প্রেম জমেনি বাংলায়। তারপর লকডাউন; বাড়ি থেকে বেরোনো বন্ধ। এই পরিস্থিতিতে প্রেমিকযুগল যাবে কোথায়? দীর্ঘ বিরহের পরে শুক্রবার দুপুরে তোরসা নদীর ফুরফুরে হাওয়ায় লকডাউনের ফাঁকা মাঠে গাছের ছায়ায় বসে কিঞ্চিৎ প্রেম আলাপ চলছিল। নদীর ঘাটের শিব মন্দিরের পাশের সেই আবেগঘন মুহূর্তে হঠাৎই অ্যান্টি ক্লাইম্যাক্স। হাজির পুলিশ। পরিচয় জানতে চাইলে প্রথমে নিজেদের ভাই-বোন বলে পরিচয় দেন ওই যুগল। তবে আইন কিন্তু ভাঙেননি তাঁরা। দুজনের মুখেই মাস্ক, প্রেমিকের হাতে আবার গ্লাভসও- ‘সুরক্ষিত প্রেম’।

লকডাউনে দীর্ঘদিন দেখা হয় না। সেই কারণেই বোধহয় এই ডেটিং। তবে পুলিশকে তাঁরা জানান, ডাক্তার দেখাতে গিয়েছিলেন। কিন্তু যুগলকে পাকড়াও করেছিলেন খোদ কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। তাঁর একের পর এক প্রশ্নে ভয় পেয়ে কেঁদে ফেলেন তরুণী। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বাড়ি তাঁদের। লকডাউন চলাকালীন আর বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়ে তাঁদেরে ছেড়ে দেন আইসি।