করোনা আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল ইতালি

0
11

করোনা আতঙ্কে ভূমিকম্প ইতালিতে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। স্থানীয় সময় সকাল ৯টা ৪২ মিনিটে এমিলিয়া-রোমাগনা অঞ্চলের কোলি এলাকা কেঁপে ওঠে। উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ছয় মাইল গভীরে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। যদিও হতাহতের কোনও খবর নেই।

এদিকে করোনা ত্রাস শুরু হতেই দেশের লোম্বার্ডি শহর করোনার কেন্দ্রস্থল হিসাবে চিহ্নিত করা হয়েছিল। ৮ মার্চ থেকেই লকডাউন চলছে ইতালির এই শহরে। এমিলিয়া-রোমাগনা লোম্বার্ডি শহরের কাছেই অবস্থিত।
এমিলিয়া-রোমাগনাতে  ২১ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৮৮ জনের।