বর্ম পরে আলিঙ্গন, নার্স দম্পতির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
7

করোনা আবহে কাজ করে চলেছেন নার্স দম্পতি। করোনা বর্ম পরে যুগলের আলিঙ্গনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফ্লোরিডার দম্পতি বিন সেয়ার ও মিন্ডি ব্রুকের এই ছবি তুলেছেন সহকর্মীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের টাম্পা জেনারেল হাসপাতালে কর্মরত এই দম্পতি। রোগীর মুখে কৃত্তিম শ্বাসপ্রশ্বাসের নল লাগান তাঁরা।
এই কাজ করতে রোগীর মুখের কাছে চলে আসতে হয়। সেই জন্যেই আঁটোসাঁটো বর্ম পরতে হয়।

সেয়ার বলেন, “এই মুহূর্তে আমরা সবাই বিপদের সঙ্গে লড়াই করছি। এই সময় এই ছবি আশা ভালবাসার প্রতীক হয়ে উঠেছে। আসলে বিপদের সময় সব থেকে বেশি প্রয়োজন একে অন্যকে বেঁধে রাখা। এই কাজ করতে হবে গোটা পৃথিবী কে।”