করোনাভাইরাস মোকাবিলায় দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু প্রশাসন নির্দেশিকা সত্ত্বেও সন্ধে নামতেই রাস্তা ঘুরছেন সাধারণ মানুষ। এই অবস্থায় কড়া হাতে পদক্ষেপ নিল মুর্শিদাবাদের বেলডাঙা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থেকে বেলডাঙা পুর এলাকা সহ একাধিক এলাকায় টহল দেওয়া শুরু করে পুলিশ ও ব্লক প্রশাসন। অহেতুক রাস্তা বের হচ্ছেন সাধারণ মানুষ, তা নিয়ে সতর্ক করা হয়। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে বারণ করছে প্রশাসন। পাশাপাশি মাস্ক না পরে ঘরের বাইরে বেরাচ্ছেন সাধারণ মানুষ তার জন্য সর্তক করা হয়। উপস্থিত ছিলেন বেলডাঙা বিডিও ও পুলিশ আধিকারিকরা।