নিম্নবিত্ত মানুষের পাশে বারাসত থানা, স্যানিটাইজ করা হল একাধিক ওয়ার্ড

0
2

লকডাউনে নিম্নবিত্তদের সাহায্য করতে আবারও এগিয়ে এলো বারাসত থানার পুলিশ। একই সঙ্গে বারাসত শহরকে জীবাণু মুক্ত করতে উদ্যোগ নিল বারাসত পুরসভা।

শুক্রবার বারাসত পুরসভার বানিকন্ঠনগর, কাজিপাড়ার এলাকার প্রায় ২৫০ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হল বারাসত থানার পক্ষ থেকে। সংশ্লিষ্ট অঞ্চলে চাল, ডাল, আলু সোয়াবিন সহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিম্নবিত্তদের হাতে তুলে দেন বারাসত থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা।

এদিন বারাসতের ৫ টি ওয়ার্ডে জীবাণুমুক্ত করার কাজ করা হয়। ঘনবসতি পূর্ণ এলাকা, বাজার, গুরুত্বপূর্ণ রাস্তা ও জনসমাগম বেশি এমন এলাকা স্যানিটাইজ করা হয়েছে।
পাশাপাশি বারাসত শহরের ৩৫ টি ওয়ার্ডকে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসত পুরসভার প্রতিনিধি তাপস দাশগুপ্ত জানান, বারাসত শহরকে জীবাণুমুক্ত করা পুরসভার দায়িত্ব। পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ তাঁরা চালিয়ে যাচ্ছেন।