ভারতে নতুন করে আরও ৬২৮ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে আরও ১৭ জনের।
◾সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৩,৩৮৭।
(১৬ এপ্রিল ছিলো ১২,৭৫৯ জন)
◾মোট মৃত্যু ৪৩৭।
(১৬ এপ্রিল ছিলো ৪২০ জন)
◾ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৭৪৮ জন রোগী।
(১৬ এপ্রিল ছিলো ১,৫১৫ জন)
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে।