মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চিনের উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস পৃথিবীতে ছড়িয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে তাঁর সরকার। সেইসঙ্গে, এখনও পর্যন্ত এই বিষয়ে যে তথ্য এসেছে তাতে কোনও অস্পষ্টতা আছে কিনা তা বেজিংয়ের পরিষ্কার জানানো উচিত বলে মনে করেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই খবর জানা গিয়েছে।
বর্তমানে বিশ্ব মহামারি তৈরি করেছে নভেল করোনাভাইরাস। কিন্তু তার সঠিক ও নিশ্চিত উৎস নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। তবে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লেই বলেছেন, ভাইরাসটি সম্ভবত প্রাকৃতিকভাবেই এসেছে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা। চিনের গবেষণাগার থেকে আসেনি। অন্যদিকে ফক্স নিউজের খবরে বুধবার দাবি করা হয়েছে, জৈব অস্ত্র হিসেবে উহানের গবেষণাগার থেকে এই ভাইরাসের উদ্ভব ঘটেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কিংবা সমান সক্ষমতার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চিনের শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই এমনটা হয়তো হয়েছে। বিভিন্ন সূত্রে আবার একথাও বলা হচ্ছে, উহানের যে ল্যাবরেটরিতে ভাইরাসবিদ্যার গবেষণা হয়, সুরক্ষামানের শিথিলতার দরুন হয়তো কেউ সেখান থেকে আক্রান্ত হয়েছেন এবং কাছের ওয়েট ( স্যাঁতস্যাঁতে) মার্কেটে চলে আসার পর সেখান থেকে সংক্রমিত হতে শুরু করেছে।