কোচবিহারে অস্থায়ী সবজির বাজারে মাছের দোকান, আটক ব্যবসায়ী

0
1

লকডাউন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্থায়ী বাজার বসেছে কোচবিহারের বিভিন্ন জায়গায়। তেমনই এক সবজি বাজারে মাছ বিক্রি করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার, পুরাতন পোস্ট অফিসের মাঠে অস্থায়ী বাজারে হানা দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সেখান থেকে ওই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। ভবানীগঞ্জ বাজারে জমায়েত করেন স্থানীয় বাসিন্দারা। সেই বাজারে মানা হয়নি সোশ্যাল ডিস্টেন্স। জমায়েত বন্ধ করতে সম্প্রতি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সবজি বাজার তুলে নিয়ে গিয়ে পুরাতন পোস্ট অফিসের মাঠে বসানো হয়। সেখানে নজরদারির দায়িত্ব দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। কিন্তু ভবানীগঞ্জ বাজারে একটি মাছ বাজার থাকা স্বত্বেও ওই মাছ ব্যবসায়ী নিয়ম বহির্ভূত করে পুরাতন পোস্ট অফিসের মাঠে সবজি বাজারে গিয়ে দোকান খুলে বসেন। পরে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই মাছ ব্যবসায়ীকে আটক করে।