শুধু লকডাউনে নয়, প্রয়োজন আরও বেশি পরীক্ষার! “হ‍্যালো টেস্টিং” কর্মসূচিতে নামছে DYFI

0
1

চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সকলেই বলছেন শুধুমাত্র লকডাউনে করোনার বিস্তার রোখা যায়, কিন্তু তা নির্মূল করা যায় না। সুতরাং, করোনাকে চিরতরে বিদায় জানাতে হলে প্রয়োজন রাপিড টেস্ট। যা যা রাজ্যে হচ্ছে না। শুধুমাত্র যাঁরা সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে বা যাঁদের মধ্যে উপসর্গ দেখা দিচ্ছে তাঁদেরই পরীক্ষা করা হচ্ছে। কিন্তু হতে পারে রমনা অনেক মানুষের মধ্যে মারণ ভাইরাস বাসা বেঁধেছে, যাঁর বহিঃপ্রকাশ হয়তো আগামীদিনে দেখা যাবে। ফলে ততদিন পর্যন্ত এই সংক্রমণ কিন্তু গোপনে বিস্তার লাভ করবে। যা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নিতে পারে।

এই আশঙ্কা থেকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধির দাবি তুলে আগামীকাল, শুক্রবার দিনভর রাজ‍্য সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করার ডাক দিল সিপিআইএম-এর যুব সংগঠন ডিওয়াইএফ‌আই। তাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “হ‍্যালো টেস্টিং”। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘হ‍্যালো টেস্টিং’-এর প্রচারও শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তারা রাজ‍্য সরকারের হেলপলাইন নম্বর দুটিতে ফোন করে তথ‍্য চাইবে। বলবে তারা ভয় পাচ্ছে।

বাম যুব সংগঠনের নেতাদের দাবি, “লকডাউন সকলে মানছে। কিন্তু এটাই একমাত্র সমাধানের উপায় নয়। করোনা রুখতে উপযুক্ত পরিকাঠামো নেই। আর‌ও বেশি টেস্টিং চাই। আর সেটা হচ্ছে না বলেই লকডাউনের মধ্যেও ভাইরাসের প্রকোপ বাড়ছে।”