করোনাভাইরাস সংক্রমণের জেরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মার্কিন মুলুকে। মৃত্যুমিছিলের বিরাম নেই। গণহারে বাড়ছে আক্রান্তও। এরই মধ্যে বুধবার রেকর্ড হারে মৃত্যু আমেরিকায়। মাত্র একদিনেই ২৬০০ জন করোনা আক্রান্তের মৃত্যু হল। এর ফলে আমেরিকায় সর্বশেষ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮,৩২৬।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টাতেই আমেরিকায় মৃত্যু হয়েছে ২৬০০ জনের। এটি একটি নতুন রেকর্ড। অন্য সব দেশের মৃত্যুহারের রেকর্ড আগেই পার করে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নিজেদের পুরনো রেকর্ডও ভাঙল আমেরিকা। এদিকে দেশে করোনা নিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লাগাতার দোষারোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তাঁর বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার বিরোধী ডেমোক্র্যাট ও বিভিন্ন পেশার বিশিষ্টরা।