অভিনেত্রী-সাংসদের বাবার করোনা, হোম কোয়ারেন্টাইনে গেলেন মা এবং বোন

0
2

অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের বাবার করোনা ধরা পড়েছে, তাই সরকারি নির্দেশিকা অনুসারে ওই অভিনেত্রী-সাংসদের মা এবং বোন-কে পাঠানো হলো হোম-কোয়ারান্টিনে৷

আপাতত ১৪ দিন নিজেদের বাড়িতেই থাকবেন তাঁরা। ওদিকে,
জানা গিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রী-সাংসদের বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল। আগের থেকে অনেক ভালো আছেন।

গত ১৩ এপ্রিল এই সাংসদের বাবাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সেই অভিনেত্রী-সাংসদের বাবার জ্বর, সর্দিকাশি এবং শ্বাসকষ্ট রয়েছে। করোনার যাবতীয় উপসর্গ দেখা দেওয়ায়, তাঁর লালারসের নমুনাও সংগ্রহ করা হয়। রিপোর্টে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পাঠান হয় স্বাস্থ্যভবনেও। এই অভিনেত্রী-সাংসদ সংবাদমাধ্যমে তাঁর বাবার করোনা সংক্রমণের কথা স্বীকার করেছেন৷ তিনি বলেছেন, “বাবার প্রথম টেস্ট পজিটিভ এসেছে এ কথা ঠিক। কিন্তু আমার বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। তিনি কলকাতার বাইরেও যান নি।”