লকডাউন: ২৫০০ দুঃস্থ পরিবারের পাশে লকেট

0
3

লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, হুগলির গোন্দলপাড়া লিচু বাগান রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে এলাকার ২৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। হুগলির সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। সামাজিক দূরত্ব বিধি মেনে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।

লকডাউন শুরু হওয়ার প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর এই ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।