মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দান কন্যাশ্রীর

0
3

করোনা ত্রাণ তহবিলে সবার কাছেই সাহায্যের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁর যা সামর্থ আছে তাই নিয়ে পাশে এসে দাঁড়ান। করোনা তহবিলে দান করতে এর আগেও এগিয়ে এসেছে শিশু-কিশোররা। কেউ জন্মদিনের অনুষ্ঠানের জন্য জমানো টাকা, কেউ বা নিজের পিগি ব্যাংক ভেঙে টাকা তুলে দিয়েছে ত্রাণ তহবিলে। এবার নিজের কন্যাশ্রীর টাকা দান করলেন এক ছাত্রী। হিরো বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বন্দিপুর অ্যাকাডেমি ফর গার্লসের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রোহিতা পারভিন তাঁর কন্যাশ্রীর ২৫০০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার উদ্দেশ্যে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরনাহার বিবির হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন রোহিতা। এই ঘটনা একটি নজির সৃষ্টি করল বলে মত পঞ্চায়েত প্রধানের।