রাজ্যের বহু জায়গা থেকে অভিযোগ আসছে রেশন থেকে ঘোষণামত পরিমাণে চাল দেওয়া হচ্ছে না। মানুষ হয়রান হচ্ছে। বিরক্ত মমতা এবার খাদ্যসচিব বদল ঘোষণা করলেন। তিনি বলেছেন,” ৯০ শতাংশ ঠিক পাচ্ছে। ১০ শতাংশ ক্ষেত্রে সমস্যা আছে। অনেক জায়গায় রেশন দোকান ছোট। মজুতের জায়গা নেই। তাছাড়া কেউ জানত না করোনা আসছে। পুলিশ মজুতের জায়গা দেখবে। একমাসের রসদ একবারে দেওয়া হবে। রমজান মাসে যা দেওয়া হয়, তাও দেওয়া হবে। রেশনের জিনিসকে কেউ নিজের জিনিস ভাববেন না।”