করোনা গুজব: গ্রেফতার প্রাক্তন স্বাস্থ্যকর্মী

0
1

করোনা সংক্রান্ত গুজব ছড়িয়ে এবার গ্রেফতার প্রাক্তন স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুচিত্রা দাস নামে ওই মহিলা একটি পোস্ট শেয়ার করেন। করোনা সংক্রমণ সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। যে ব্যক্তির থেকে তিনি ওই পোস্টটি শেয়ার করেছিলেন, দিল্লির বাসিন্দা সেই হরিপদ বিশ্বাসকেও খুঁজছে পুলিশ। তবে সূত্রের খবর, হরিপদের আদিবাড়ি আলিপুরদুয়ারেই।

একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী হয়ে কীকরে সুচিত্রা দাস বিভ্রান্তিকর তথ্য ছড়ালেন তা ভেবে হতবাক জেলা স্বাস্থ্য দফতর।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাঁরা ঘটনার তদন্ত শুরু করেন। তারপরে ওই মহিলাকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়।
কী ছিল সুচিত্রা দাসের শেয়ার করা পোস্টে? বলা হয়েছিল, “৭ জন করোনা–‌আক্রান্ত রোগী আলিপুরদুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। একজনের মৃত্যুও হয়েছে”। এই তথ্য পেয়ে চমকে ওঠেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। এই খবরের জেরে বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মা জানান, আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত কোনও করোনা–‌আক্রান্তের হদিশ মেলেনি। এর ফলে এ ধরনের খবরে উদ্বেগ ছাড়ায় স্বাস্থ্য দফতরে। ভুয়ো খবর ছড়ানো আটকাতে অবসরপ্রাপ্ত মহিলা স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করা হয়।