দীপিকা সেদিনের মোদির সঙ্গে

0
3

লকডাউনের জেরে হারিয়ে যাওয়া তারকা আবার ফিরে আসছেন। ফিরে এসেছে ‘রামায়ণ’, আর ফের সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে আসছেন সীতার অভিনয় করে বিখ্যাত হওয়া দীপিকা চিকলিয়া। তো সেই দীপিকা হঠাৎই একটি ছবি পোস্ট করেছেন, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রায় ৩০ বছর আগেকার এক ছবি। ১৯৯১। রামায়ণ তখন ভারতের ঘরে ঘরে। অভিনেতা-অভিনেত্রীরা কার্যত রাম-সীতা রূপেই পূজিত হন। বিজেপিও তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটে দাঁড় করিয়ে দেয়। গুজরাতের তৎকালীন বরোদা থেকে বিজেপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হন দীপিকা। সেই ভোটের প্রচারের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবির এক প্রান্তে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইলেকশন এজেন্ট নলিন ভাট এবং মাঝে লালকৃষ্ণ আদবানি। ৩০ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রীকে দেখে চক্ষু বিস্ফারিত।