সংক্রমণ আর মৃত্যুর মাঝে রাজ্যের জন্য সুখবর। করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন মধ্যমগ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরবিন্দ মিত্র। ৬০ ছুঁয়ে ফেলা কাউন্সিলরকে নিয়ে তাই চিন্তায় ছিল দল,পরিজনরা। কিন্তু তিনি দীর্ঘ ১৪ দিনের বেশি হাসপাতালে থেকে চিকিৎসার শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন বৃহস্পতিবার। বাড়ি ফিরে যাওয়ার আগে অরবিন্দবাবু জানিয়ে গেলেন, করোনা কখন কার হবে তা বলা মুশকিল। কিন্তু আমি এই ক’দিন শুধু সাবধানে ছিলাম তাই নয়, ডাক্তাররা যা বলেছেন তাই করেছি। অন্যদের বলব, সাবধানে থাকুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। বাড়িতে থাকুন। এই রোগ মোকাবিলায় জিতবেনই। আপাতত অরবিন্দবাবুকে ১৯ দিন বাড়িতেই থাকতে হবে।