দেশে সংক্রমিতের সংখ্যা কমে সুস্থ-র সংখ্যা বাড়ছে, আপাতত মোট আক্রান্ত ১২,৩৮০ জন

0
3

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা- সংক্রমিতের সংখ্যা হাজারের তলায় নেমেছে। গত ৩দিনে এই সংখ্যা ছিলো হাজারের অনেক উপরে৷

বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বার্তায় এ কথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, উল্লেখযোগ্য ভাবে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।

এদিন সকালে কেন্দ্র জানিয়েছে,

? গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৪১ জন।

? এই মুহূর্তে দেশে মোট করোনা-আক্রান্ত ১২,৩৮০।

? মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১,২১১ জন আর বুধবার সংখ্যাটা ছিল ১,০৭৬।

? বর্তমানে ভারতে সক্রিয় করোনারোগীর সংখ্যা ১০,৪৭৭।

? সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮৯ জন।

? তবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের।

? গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে মাত্র ৮.২ শতাংশ।

? সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ১৪ শতাংশের একটু বেশি।

? এই মুহূর্তে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত যত জন রোগী রয়েছেন তার ১২ % সুস্থ হয়ে উঠেছেন।

? গত ১০ এপ্রিল সুস্থ হয়ে উঠেছিলেন মোট রোগীর মাত্র ৭ শতাংশ৷

? ১৪ এপ্রিল সেটা বেড়ে হয় ৯ শতাংশ।

? ১৫ এপ্রিল, বুধবার সেটা বেড়ে হয়েছিল ১১ শতাংশ।

? ‘ডাবলিং রেট,’ অর্থাৎ সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়সীমাও বেড়েছে।

? বর্তমানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৬ থেকে ৭ দিন।

? সংক্রমণের নিরিখে দেশের প্রথম ৩ রাজ্যের অবস্থানে কোনো বদল নেই।

? যথারীতি এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র, মোট সংক্রমিত ২৯১৬।

? দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে সংক্রমিত ১,৫৭৮ জন৷

? তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট সংক্রমিত ১২৪২।

? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত ২৩১।