লকডাউন মানা হচ্ছে না শহর শিলিগুড়িতে। বারবার এই অভিযোগ উঠছে সেখানে। অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাস্তায় নামেন শিলিগুড়ি থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্মীরা। বুধবারই দার্জিলিং জেলাকে ক্লাস্টার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। এরপরেই এদিন সকাল থেকে রাস্তায় নামে পুলিশ। গাড়ি থামিয়ে বেরনোর কারণ জিজ্ঞাসা করেন আইসি। “রাস্তায় বেরিয়েছেন কেন?” আইসি-র প্রশ্নের পরেই ঘরমুখী হয়েছেন মানুষ।
অনেকেই বিনা কারণে বাড়ি থেকে বের হয়েছিলেন। তাঁদের ফের বাড়ি পাঠিয়ে দিয়েছেন আইসি। তবে এদিন কোনও পুলিশকর্মীর হাতে লাঠি ছিল না। সকলকে বুঝিয়েই বাড়ি পাঠানো হয়েছে। আইসি-র ভূমিকায় খুশি শহরবাসী।






























































































































