মাস্ক মাস্ট: না পরলে বাড়ি পাঠাবে পুলিশ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1

রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে বলা হয়, রাস্তায় বেরলে মাস্ক পরতেই হবে। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন ‘মাস্ক মাস্ট’। মাস্ক না পরে বাইরে বেরোলে বাড়ি ফেরত পাঠিয়ে দিতে পারে পুলিশ। স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে বেশ কয়েক রকম মাস্ক দেখান মুখ্যমন্ত্রী। তিনি নিজে একটি এনজিও-র তৈরি মাস্ক পরে ছিলেন। এরপরে গামছা, শাড়ি টুকরো, শাড়ির আঁচল, তোয়ালে, ওড়না-এসব দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মাস্ক তৈরি করে পরা যায়- সেটা নিজে সাংবাদিকদের সামনে দেখান মুখ্যমন্ত্রী। মাস্ক কিনে পরার দরকার নেই, বাড়িতে তৈরি করে ব্যবহার করা যেতে পারে বলে জানান মমতা।
তিনি বলেন, মাস্ক পরতেই হবে। শুধু বাইরে নয়, ঘরেও যদি বেশি লোক একসঙ্গে কাজ করে, এক জায়গায় বসে কথা বলে, সেখানেও মাস্ক পরাটা জরুরি। সে ক্ষেত্রে বাড়িতে তৈরি করা মাছ সবচেয়ে ভালো। কারণ সেটাকে ব্যবহারের পরে ধুয়ে ব্যবহার করা যেতে পারে।