১০০ লকডাউন সফল করতে আধা সামরিকবাহিনী নামানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

0
3

দেশ করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই প্রথম ২১দিন পর ফের দ্বিতীয় পর্বের ২১দিনের লকডাউন শুরু হয়েছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। তবে এই রাজ্যে অনেক জায়গাতেই লকডাউন ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু বিরোধীরা নয়, লকডাউন যে একশো শতাংশ পালন হচ্ছে না, তা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যপালের অভিযোগ, করোনা মোকাবিলায় ১০০ শতাংশ সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশ ব্যর্থ। সেক্ষেত্রে প্যারা মিলিটারি ফোর্স বা আধা সামরিকবাহিনী নামানোর প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি।

আজ, বুধবার লকডাউন নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন ধনকড়। তাঁর কথায়, রাজ্য প্রশাসন, পুলিশ লকডাউন ১০০ শতাংশ সফল করতে ব্যর্থ। এই পরিস্থিতিতে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন, তা পালন করা হচ্ছে না। সেক্ষত্রে আধা সামরিকবাহিনী নামানোর পক্ষেই সওয়াল করেন তিনি।