বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, বাংলার অনেক শ্রমিক অন্যান্য রাজ্যে আটকে পড়েছেন। তাদের দুটি গ্রুপের সঙ্গে কথা হয়েছে মুম্বইতে। তারা যাতে জীবনধারণের জন্য খাবার পায় তাই তাদের আর্থিকভাবে সাহায্য করা হবে। দিল্লিতেও অনেকে সাহায্য চায়। এছাড়া অনেকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। তাদেরও সাহায্য করা হবে। গরিব সরকার। যতটা পারা যায় করব। আমার রাজ্যের মানুষ, তাই তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস পান তাও দেখবে সরকার। বুধবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি তরফে অনেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলছে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ।






























































































































