রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন কোভিড 19-এ আক্রান্ত হয়েছেন। মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ১৩২ জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যে নতুন করে আর কোনও মৃত্যুর খবর নেই।
সরকারি হিসেবে-
• রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭।
• সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪২ জন।
• এখনও পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ রাজ্যের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে নজরদারিতে রয়েছেন।
• সাড়ে সাত হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।