করোনা সচেতনতায় এবার রং তুলি হাতে পুলিশ

0
1

করোনা মোকাবিলায় পথে নেমেছে পুলিশ। দিনরাত এক করে কাজ করছেন স্বাস্থ্য কর্মীরাও। গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করছেন পুলিশ কর্মীরা। এবার পথচলতি মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে নতুন পদ্ধতি অবলম্বন করলেন সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।

বুধবার, বি টি রোডের সোদপুর মোড়ে রাস্তার উপর করোনা ভাইরাসের ছবি আঁকলেন পুলিশকর্মীরা। ছবির মাধ্যমে ফুটিয়ে তুললেন, সাবান দিয়ে হাত ধোয়া, বাড়ির বাইরে কম বেরোনো। খড়দহ থানার পুলিশের সহযোগিতায় সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছেন। এই ছবি আঁকা শুরু করেন ডিসি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল আমন দীপ, খড়দহ থানার আরক্ষক সুজিৎ ভট্টাচার্য, সোদপুর ট্রাফিক ওসি রামপ্রসাদ মন্ডল প্রমুখ।