করোনা প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা শুরু দেশে। মুম্বইয়ের হাফকিন ইন্সটিটিউটে চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। প্রায় ৯০ বছরের পুরনো ওষুধের উপর পরীক্ষা করে এই প্রতিষেধক আবিষ্কার করেছে ভারতীয় বিজ্ঞানীরা।
ইন্সটিটিউট সূত্রে খবর, ৯০ বছরের বেশি পুরনো এক ওষুধের উপর পরীক্ষা নিরীক্ষা করে করোনাভাইরাসের সাময়িক প্রতিষেধকের সন্ধান পাওয়া গিয়েছে। যার নাম বিসিজি ভ্যাকসিন। এতদিন এই ওষুধ টিবি রোগের প্রতিষেধক রূপে ব্যবহার করা হত। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষা সফল হলে, এই ওষুধই করোনা প্রতিষেধক হিসাবে ব্যবহার করা যাবে।
ইতিমধ্যে মুম্বইয়ের এই ইন্সটিটিউট ওষুধের প্রয়োগের বিষয়ে আইসিএমআর এবং ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে জানিয়েছে। যাদের শরীরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাঁদের প্রতিরোধক ক্ষমতা, অন্যদের তুলনায় অনেক বেড়েছে।