গ্রামীণ শিল্প অর্থাৎ ছোট ছোট শিল্প গুলির উৎপাদন শুরু করা যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন একটি সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান। অবশ্যই তিনি ক্ষুদ্র শিল্পীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই লকডাউনের সময় শিল্পীদের মাথায় হাত পড়েছে। তাদের সবরকম উপার্জন বন্ধ। তবে ২০ এপ্রিলের পর থেকে চালু হবে সমস্ত ক্ষুদ্র শিল্প। আজও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কিছু কাজ শুরু হবে ঠিকই তবে তা সম্পূর্ণ নিয়ম মেনেই। যেমন মাস্ক পরা বাঞ্ছনীয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং স্যানিটেশনের পরেই কাজ শুরু করা।