লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পর অসন্তোষ ছড়ালো মুর্শিদাবাদের ডোমকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২১ দিন ধরে লকডাউনের জেরে অর্ধাহারে, অনাহারে থাকতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে লকডাউন আরও দীর্ঘায়িত হওয়ায়, এবার রাস্তা অবরোধ করে খাবারের দাবি জানালেন তাঁরা। বুধবার সকালে, ডোমকল পুরসভার কুঠির মোড়ে লকডাউন ভেঙে পথে নামেন স্থানীয় গরিব মানুষজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। প্রশাসনের কাছে খাদ্যসামগ্রীর আবেদন করেন বিক্ষোভকারীরা।





























































































































