মেডিক্যালে করোনা আক্রান্ত মহিলার মৃত্যু, বন্ধ হলো মেডিসিন বিভাগ

0
3

ফের রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু। আর তার জেরে বন্ধ হলো কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি বিভাগ। আজ, মঙ্গলবার মেডিক্যাল কলেজ হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, ব‍রানগরের এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ওই মহিলার দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছি। কয়েকদিন আগে ওই মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন।

এছাড়াও মেডিক্যাল সূত্রে খবর, আপতত মেডিসিনে পুরুষ ও মহিলা বিভাগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মেডিসিন রোগীরা আপতত গ্রিন বিল্ডিংয়ে থাকবে।