লকডাউনে শহরের বুকে হঠাৎ খুললো মদের দোকান! নারকেলডাঙায় ক্রেতা-পুলিশ খণ্ডযুদ্ধ

0
1

লকডাউনের মধ্যেও হঠাৎ খুলে গেলো একটি মদের দোকান। আর সেই খবর পাওয়া মাত্রই দোকানের বাইরে নিমেষে বিশাল লাইন। কয়েকশো মানুষ জমে যায় দোকানের সামনে।

ঘটনা খোদ কলকাতা শহরের বুকে নারকেলডাঙার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ওই এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। তারা এসে দোকান বন্ধ করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে ক্রেতারা। ব্যাপক গণ্ডগোল শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে তেড়ে যায় মারমুখী জনতা (ক্রেতারা)। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, ২৭,এ নারকেলডাঙা মেইন রোডের ধারে ওই মদের দোকান। গত তিন-চার দিন ধরেই লুকিয়ে মদ বিক্রি হচ্ছিল সেখান থেকে। আজ, বুধবার দুপুরে হঠাৎই দোকান প্রকাশ্যেই মদ বিক্রি শুরু হয় দোকান থেকে।