বান্দ্রায় বিক্ষোভ, ‘ব্যালকনি সরকার’ বলে কেন্দ্রকে তোপ দাগলেন কমল হাসান

0
1

মুম্বইয়ের বান্দ্রায় বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনাকে ‘টাইম বম্ব’ হিসেবে ব্যখ্যা করলেন কমল হাসান। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকে ‘ব্যালকনি সরকার’ বলে তোপ দাগেন অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের এবার মাটিতে নজর দেওয়া উচিত।

মঙ্গলবার দ্বিতীয় দফায় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যে মুম্বইয়ের বান্দ্রায় জমায়েত করেন কয়েকশো শ্রমিক। ভেবেছিলেন লক ডাউন উঠলে ট্রেন বা বাস ধরে বাড়ি ফিরবেন। কিন্তু তা না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, হয় বাড়ি ফেরার ব্যবস্থা করুক সরকার, নাহলে তাঁদের পেট ভরানোর ব্যবস্থা করুক।

শ্রমিকদের বিক্ষোভ ঘিরে তোলপাড় হয়েছে সারা দেশ। কেন্দ্রীয় সরকারকে ‘ব্যালকনি সরকার’ বলে কটাক্ষ টুইট করেন কমল হাসান। তিনি লেখেন, “ব্যালকনি থেকে মাটিতে অনেক দূর পর্যন্ত নজর রাখা যায়। প্রথমে দিল্লি, আর এখন মুম্বই। পরিযায়ী শ্রমিকদের সংকট করোনার থেকেও মারাত্মক হতে পারে। ‘ব্যালকনি সরকার’-এর এ বিষয়ে নজর দেওয়া উচিত।”