২০এপ্রিলের পর রাজ্যে যে ক্ষেত্রগুলিতে কাজ শুরু হবে

0
1

প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে বেশ কিছু ক্ষেত্রে কাজ শুরু হবে ২০এপ্রিলের পর। সেই সুর ধরেই বুধবার মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানালেন—

১. ২০ এপ্রিল থেকে একদিন অন্তর কাজ করবেন ডেপুটি সেক্রেটারি স্তরের আধিকারিকরা।

২. এটা ধান কাটার সময়। আগেই সিদ্ধান্ত হয়েছিল, মাঠে যেহেতু ভিড় কম হয়, তাই ফসল তোলার কাজ চলবে। ফসল পৌঁছানোর ব্যাপারে সরকারি সাহায্য মিলবে।

৩. ১০০ দিনের কাজ শুরু করা যেতে পারে।

৪. গ্রামীন শিল্প, অর্থাৎ ছোট ছোট শিল্পগুলির উৎপাদন শুরু করা যেতে পারে।

৫. তথ্য প্রযুক্তি ক্ষেত্র শুরু করা যায়।

৬. পিএইচই, সেচ, বাড়ি তৈরি অর্থাৎ নির্মাণ শিল্পে ১৫% কর্মী দিয়ে কাজ করা যেতে পারে।

৭. চটকল শ্রমিকদের জন্য সুখবর। ফসলের জন্য বস্তা লাগবে। কেন্দ্রও চাইছে কাজ শুরু হোক। তাই চটকলগুলি ১৫% কর্মী নিয়ে কাজ করতে পারলে শুরু করুক।

৮. ইটভাটার কাজও লকডাউনের নিয়ম মেনে করা যেতে পারে।