নবান্ন থেকে কার্যত রাজ্যপালকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল লকডাউন সফল করার জন্য সেনা নামানোর কথা বুধবার সকালেই বলেছিলেন ট্যুইটে। বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ প্যারা মিলিটারি ফোর্স নামানোর কথা বলছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, প্যারা মিলিটারি ফোর্স কী করবে? করোনায় মৃত্যু নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ালেই গ্রেফতার করা হবে। কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে চায় তার ফল খারাপ হবে। করোনার এই আবহে রাজনীতি বরদাস্ত করব না। বরং আসুন সকলে মিলে করোনা মোকাবিলা করি।





























































































































