সব পেশার মানুষরাই ঘুরিয়ে ফিরিয়ে ছুটি পাচ্ছেন। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী কোথাও ৩০ শতাংশ, কোথাও ১৫ বা ২৫ শতাংশ মানুষ কাজ করছেন। কিন্তু স্বাস্থ্য পরিষেবা যুক্ত ব্যক্তিরা কোনও ছুটি পাচ্ছেন না। দিনরাত এক করে তাঁরা কাজ করে চলেছেন। এবার তাঁদের মানসিক ও শারীরিক বিশ্রাম দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি ঘোষণা করেন, এবার থেকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা একটানা ৭দিন কাজ করার পরে একটানা সাত দিন ছুটি পাবেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে তিনি বলেন, পুলিশের উপরেও যথেষ্ট চাপ পড়ছে। কিন্তু পরিকাঠামো অনুযায়ী তাদের এই ভাবে ছুটি দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে ৮ ঘণ্টার জায়গায় তাদের ৬ ঘণ্টার শিফট করে দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।