পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেচ, বাড়ি তৈরি অর্থাৎ নির্মাণ শিল্পে ১৫ শতাংশ কর্মী দিয়ে কাজ করানো যেতে পারে। এসব কাজের ক্ষেত্রে যেখানে ১০০ জন কর্মী নিয়ে কাজ করা হতো সেখানে ১৫ জন কর্মী নিয়ে কাজ শুরু করা যেতে পারে। আজ নবান্নে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি আরও জানিয়েছেন, ইটভাটার সমস্ত কাজও লকডাউনে নিয়ম-নীতি মেনেই করা যেতে পারে। অর্থাৎ ২০ এপ্রিলের পর এই সমস্ত কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। লকডাউন এর নিয়ম নীতি অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়ে বাড়ির বাইরে বেরোনো। এবং স্যানিটেশন এরপরই এই কাজগুলি শুরু করা যাবে।