বিধি মেনে রাজ্যের সব জুটমিলে শুরু হবে উৎপাদন: মুখ্যমন্ত্রী

0
1

ন্যূনতম সংখ্যায় শ্রমিকদের নিয়ে রাজ্যের সব জুটমিলগুলিতে পুনরায় উৎপাদন শুরু করা হবে। বুধবার, নবান্নে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মরসুমে রবিশস্য সহ কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পাটের বস্তা অত্যন্ত জরুরি। সেই বস্তার জোগানের জন্য রাজ্যের 18টি জুটমিলে 25% শ্রমিককে নিয়ে কাজ শুরু করার আবেদন জানিয়ে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র 18 টি জুটমিল চালু করলে, বাকি জুট মিলের শ্রমিকরা বঞ্চিত হবেন। সেই কারণে রাজ্যের সব জুটমিলগুলিতে 15% শ্রমিককে নিয়ে উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, সামাজিক দূরত্ব সহ সবরকম বিধিনিষেধ মেনে কাজ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জুট মিলের পাশাপাশি অন্য বেশকিছু শিল্প সংস্থাকে 20 এপ্রিল থেকে পুনরায় কাজ শুরু করার অনুমোদন দিয়েছে কেন্দ্র। সেই অনুযায়ী গ্রামীণ শিল্প, চা এবং কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ শিল্প ক্ষেত্রে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।