এলাকায় মাস্টারমশাই নামে পরিচিত ছিলেন। পার্ক স্ট্রিটের ভাড়া বাড়িতে এই পরিচয় দিয়েছিলেন আবদুল মাজেদ। যিনি বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী। এই সত্যি সামনে আসার পর হতবাক তার প্রতিবেশীরা।
গত ৭ এপ্রিল বাংলাদেশের মিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদ গ্রেফতারের পর অবাক বেডফোর্ড লেনের বাসিন্দারা কিন্তু আবদুল মাজেদ নয়।পার্ক স্ট্রিট তাকে চেনে আলি আহমেদ ওরফে ইংরেজির ‘মাস্টারমশাই’ হিসেবে। স্থানীয়দের কথায়, তাঁরা জানতেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করেছেন মাস্টারমশাই। টিউশন পড়িয়ে সংসার চালাতেন তিনি। এলাকায় মেলামেশা করতেন না। পড়ানোর পাশাপাশি এলাকার এক চায়ের দোকান, রেশন দোকান এবং এক বিল্ডার্সের দোকানে আড্ডা দিতেন মাজেদ। এমনকী বাড়ির দরজায় সব সময় তালা লাগানো থাকত বলেই জানিয়েছেন স্থানীয়রা।




























































































































