কলকাতার ৬৮টি ওয়ার্ড ‘হটস্পট’ ঘেষিত, এই এলাকায় ঢোকা- বেরোনো নিষিদ্ধ ২ সপ্তাহ

0
1

কলকাতা পুরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৬৮টি ওয়ার্ড করোনাভাইরাসের প্রকোপের কারনে ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে৷

একইসঙ্গে বিধাননগর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ED, EE এবং DL ব্লক, ৪১ নম্বর ওয়ার্ডের AA, AB, AC, AD, BB, BC এবং BD ব্লক এলাকাও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত হয়েছে৷

কলকাতার ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত ওয়ার্ডগুলি হলো,
৩, ৪, ৫, ৭ থেকে ৩০, ৩৬ থেকে ৪৩, ৪৯, ৫৩ থেকে ৫৫, ৫৮ থেকে ৬৪, ৬৬, ৬৯ থেকে ৭৭, ৮১ থেকে ৮৮, ৯০, ১০৯, ১১৮ এবং ১১৯৷

‘হটস্পট’ ঘোষিত সব এলাকা আগামী ২ সপ্তাহের জন্য ‘সিল’ করা হচ্ছে৷ এই এলাকা থেকে বাইরে আসা যেমন যাবেনা, তেমনই এই সব এলাকায় বাইরে থেকে প্রবেশ করাও নিষিদ্ধ আগামী ২ সপ্তাহ৷