নিয়ম-নীতি মেনেই শুরু হবে ১০০ দিনের কাজ, জানালেন মুখ্যমন্ত্রী

0
1

১০০ দিনের কাজ শুরু করা যেতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখেই তিনি ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেন। এই লকডাউনের মধ্যে শ্রমিকদের যাতে চিন্তা করতে না হয়, যে কীভাবে তাঁদের সংসার চলবে। অর্থাৎ ২০ এপ্রিলের পর থেকে শুরু হবে ১০০ দিনের কাজ। প্রায় এক কোটি শ্রমিক তাতে উপকৃত হবে বলে জানা যাচ্ছে। তবে বারবার তিনি মনে করিয়ে দিয়েছেন লকডাউনের নিয়ম নীতি এতোটুকু যেন উলঙ্ঘন না করা হয়। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পড়া আবশ্যকীয়। এবং স্যানিটেশনের পরেই যেন কাজ শুরু হয়।