গোটা দেশের মতোই করোনা আতঙ্ক রাজ্যেজুড়ে ছড়িয়েছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তারই মধ্যে এসে গেলো আরেকটি নতুন বছর। পয়লা বৈশাখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
বাংলা নববর্ষের প্রথমদিন এক ভিডিও বার্তায় রাহুল সিনহা জানিয়েছেন, “পয়লা বৈশাখ স্বয়ং বিআর আম্বেদকরের ১২৯তম জন্মদিনে রাজ্যেবাসীকে শুভেচ্ছা জানাই। নববর্ষের দিনে বিভিন্ন দোকান ও বাড়িতে পুজো ও অনুষ্ঠান হয়ে থাকে। তবে লকডাউনের জেরে তা বন্ধ রয়েছে”।
এছাড়াও তিনি জানিয়েছেন, “আজকের দিনে আমাদের শপথ নেওয়া উচিত যে, লকডাউনে আমরা প্রত্যেকেই বাড়িতে থাকবো। করোনা ভাইরাসকে মোকাবেলা করবো”।